Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ২৬ জুন ২০২২

জুড়ীতে গাছের ডালে অজগর, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ

গাছের ডালে অজগর

গাছের ডালে অজগর

মৌলভীবাজারের জুড়ীতে গাছের ডালে একটি অজগর সাপের দেখা মিলেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাশের বাড়ির একটি গাছের ডালে অজগর সাপটিকে দেখা যায়।

রোববার দুপুরে দেবাশীষ দাশ জানান, "রাতের কোন এক সময় অজগর সাপটি গাছ থেকে নেমে অন্যত্র চলে গেছে। সকাল থেকে আমরা খোঁজ করে সাপটিকে আর পাইনি।"

ধারনা করা হচ্ছে, বন্যায় পাহাড়ি ঢলের সাথে সাপটি এখানে ভেসে এসেছে। পরে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে উঠে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হন। গতকাল সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। স্থানীয়রা জানায়, গতকাল বিকেল থেকে স্থানীয় একজনের একটি ছাগল পাওয়া যাচ্ছিল না। তাদের ধারনা অজগর সাপটি ছাগলটিকে খেয়ে ফেলেছে। 

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তাদেরকে পাঠিয়েছিলাম। পরে সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। আজ সকালে খবর নিয়ে দেখি সাপটি এ এলাকায় আর নেই।

উল্লেখ্য, গত ২১ জুন সদর জাঙ্গীরাই গ্রামের মাজেদা  বেগম নামের এক মহিলা বিষধর সাপের ছোবলে আহত হন।

আইনিউজ/মাইকেল নংরুম/এসকেএস

আইনিউজ ভিডিও

ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ