নিজস্ব প্রতিবেদন
আপডেট: ২২:২৯, ২৫ জুন ২০২২
পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি

পদ্মা সেতু গড়ে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে ছোট্ট অহনা এবং অনু
স্বপ্নের পদ্মাসেতু এখন বাস্তব। আর এই স্বপ্নকে বাস্তব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ভালোবাসা জানিয়েছে মৌলভীবাজার জেলার দুই শিক্ষার্থী। চিঠিতে এমন একটি সেতু বাংলাদেশে করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তারা।
জানা গেছে দুই শিক্ষার্থী নাম অহনা দেব মিথিলা ও অনুশ্রী ধর অনু। তারা মৌলভীবাজারের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
এ ব্যাপারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক বলেন, 'পদ্মা সেতু আমাদের সবার জন্য এক বিশাল অর্জন। আজকের এই দিনটিও তাই আনন্দের। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদ্মা সেতু নিয়ে অনেক উচ্ছসিত। তাদের উচ্ছাস দেখে আমি নিজেও উচ্ছাসিত।'
অনুশ্রী ধর অনু তার চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন-
''মাননীয়
প্রধানমন্ত্রী,
আপনাকে অনেক ধন্যবাদ এই পদ্মা সেতু তৈরি করার জন্য। আপনার জন্যই আমাদের দেশে এই আকর্ষণীয় পদ্মা সেতু তৈরি হয়েছে। আমরা কখনও ভাবতে পারিনি যে, আমাদের দেশে এরকম একটি সেতু গড়ে উঠবে। আপনার জন্য আমাদের দেশের অনক উন্নতি হয়েছে।
আমি মৌলভীবাজার জেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অনেক অনেক , শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন।''
অহনা দেব মিথিলা তার চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন-
''মাননীয়
প্রধানমন্ত্রী,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমার কল্পনাও করতে পারিনি যে পদ্মা নদীর ওপর সেতু হবে। পদ্মা সেতুর কারণে যােগাযােগ ব্যবস্থ্যা ও অর্থনৈতিক উন্নত হবে। আপনার কারণে আমাদের এদেশ উন্নত হয়েছে। আপনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আরও উন্নত হবে।
আমি মোলভীবাজার জেলার আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন ছাত্রী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা , ভালোবাসা ও অভিনন্দন।''
চিঠি দুইটি রবিবার (২৬ জুন) তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঠিকানায় প্রেরণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।
- এটি আমাদের স্বপ্নের সেতু, দেশের গৌরব: কাদের সিদ্দিকী
- আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন আজ: ফেরদৌস
- পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার