Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২০:৩৮, ২৫ জুন ২০২২
আপডেট: ২২:২৯, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি

পদ্মা সেতু গড়ে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে ছোট্ট অহনা এবং অনু

পদ্মা সেতু গড়ে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে ছোট্ট অহনা এবং অনু

স্বপ্নের পদ্মাসেতু এখন বাস্তব। আর এই স্বপ্নকে বাস্তব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ভালোবাসা জানিয়েছে মৌলভীবাজার জেলার দুই শিক্ষার্থী। চিঠিতে এমন একটি সেতু বাংলাদেশে করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তারা।

জানা গেছে দুই শিক্ষার্থী নাম অহনা দেব মিথিলা ও অনুশ্রী ধর অনু। তারা মৌলভীবাজারের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক বলেন, 'পদ্মা সেতু আমাদের সবার জন্য এক বিশাল অর্জন। আজকের এই দিনটিও তাই আনন্দের। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদ্মা সেতু নিয়ে অনেক উচ্ছসিত। তাদের উচ্ছাস দেখে আমি নিজেও উচ্ছাসিত।'

অনুশ্রী ধর অনু তার চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন-

''মাননীয়
প্রধানমন্ত্রী,
আপনাকে অনেক ধন্যবাদ এই পদ্মা সেতু তৈরি করার জন্য। আপনার জন্যই আমাদের দেশে এই আকর্ষণীয় পদ্মা সেতু তৈরি হয়েছে। আমরা কখনও ভাবতে পারিনি যে, আমাদের দেশে এরকম একটি সেতু গড়ে উঠবে। আপনার জন্য আমাদের দেশের অনক উন্নতি হয়েছে।
আমি মৌলভীবাজার জেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অনেক অনেক , শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন
।''

অহনা দেব মিথিলা তার চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন-

''মাননীয়
প্রধানমন্ত্রী,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমার কল্পনাও করতে পারিনি যে পদ্মা নদীর ওপর সেতু হবে। পদ্মা সেতুর কারণে যােগাযােগ ব্যবস্থ্যা ও অর্থনৈতিক উন্নত হবে। আপনার কারণে আমাদের এদেশ উন্নত হয়েছে। আপনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আরও উন্নত হবে।
আমি মোলভীবাজার জেলার আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন ছাত্রী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা , ভালোবাসা ও অভিনন্দন।
''

চিঠি দুইটি রবিবার (২৬ জুন) তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঠিকানায় প্রেরণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়