কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ২১:২৬, ২৪ জুন ২০২২
কাগাবলায় সাপের কামড়ে তরুণের মৃত্যু
মৌলভীবাজারে সাপের কামড়ে ইমরান নামে ১৮ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামে সাপেড় কামড়ের ঘটনাটি ঘটে। শুক্রবার (২৪ জুন) ভোরে সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।
ইমরান পদুনাপুর গ্রামের ফারছু মিয়ার ছেলে।
কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা ইমরানকে সাপে কাটা ও মৃত্যুর বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন।
পদুনাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতিকুর রহমানের ছেলে রুহেল আহমদ আই নিউজকে বলেন- ইমরানের বাড়িতে বন্যার পানি উঠে যায়। ইমরানের পরিবার যে কারণে আমাদের বাড়িতে উঠেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে আমাদের বাড়িতে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ ইমরানকে কামড় দেয় বলে বাড়িতে গিয়ে তার মাকে জানায়।
রুহেল জানান- ইমরানের প্রাথমিক ধারণা ছিলো সেটা ধোরা সাপ (ঢোরা সাপ) বা বিষহীন কোনো সাপ। কারণ প্রথমে হালকা ব্যথা করলেও তেমন সমস্যা হচ্ছিলো না। তখন সে মায়ের কাছে ঘুমিয়ে পড়ে। ঘন্টা দুয়েক পরে হঠাৎ সে তীব্র ব্যথায় ঘুম থেকে উঠে কাতরাতে থাকে।
রুহেল বলেন- তাকে আমরা দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে আমাদের সাথে একরকম দুর্ব্যবহার করে। সাপে কাটার ভ্যাকসিন (এন্টি ভেনম) দেয়নি। সিলেটে রেফার করে দেয়। আমরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সাপে কাটার ভ্যাকসিন এন্টি ভেনম দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছিলো। কিন্তু তখনই ভোরের দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রুহেল আহমদসহ মৃত ইমরানের প্রতিবেশিদের অভিযোগ মৌলভীবাজার সদর হাসপাতালে সময়মতো সাপের ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
রুহেল আহমদ বলেন- সে বাবার কৃষিকাজে সাহায্য করতো। ভালো ফুটবলার ছিলো। সে এলাকায় ভীষণ জনপ্রিয় ছিলো। তার জন্য গ্রামবাসি আহাজারি করছেন।
রুহেল আহমদ বলেন- ইমরান মারা গেছে। তার মতো আর কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির বলেন, হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন রয়েছে। কিন্তু সাপের কামড় কি? অন্য কোন প্রাণীর কামড় এটা না বুঝে ভ্যাকসিন দেওয়া ঠিক নয়। যদি বিষাক্ত সাপে কামড় না দেয়। এই ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেই আবার মারা যেতে পারেন। তাই ডাক্তার নিশ্বিচত না হয়ে ভ্যাকসিন দেবেন না।
আইনিউজ/কামরুল ইসলাম শাওন/এসডিপি
আইনিউজ ভিডিও
পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























