নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব এম. আশরাফ মিয়া-সহ কেন্দ্রীয় ও রিজিওনাল পর্যায়ের সকল নেতৃবৃন্দ এ শোকবার্তা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতি ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন জাতীয় নেতাকে হারিয়েছে, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক অপূরণীয় ক্ষতি। ‘রাজনীতির মহীরুহের প্রয়াণে গোটা বাংলাদেশ শোকাতুর’ এই মন্তব্য করে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮

























