আই নিউজ ডেস্ক
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪
দুর্ঘটনাকবলিত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ। ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুরের হাইমচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, দুর্ঘটনার পর চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একটি লঞ্চ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও হতাহত যাত্রীদের সদরঘাটে নিয়ে এসেছে।
তিনি আরও জানান, এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অল্প সময়ের মধ্যেই সদরঘাটে ব্রিফ করবেন।
চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, গভীর রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির সঙ্গে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
নৌ কর্তৃপক্ষ জানায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় নদীতে কুয়াশার ঘনত্ব ছিল বেশি। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন।
এদিকে দুর্ঘটনাকবলিত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছালে নৌ পুলিশ সেটি জব্দ করে।
বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঝালকাঠিতে এসেছেন এবং লঞ্চটি জব্দ করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। এ ঘটনায় চারজন কেবিন বয়কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইএন/এসএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























