Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬,   পৌষ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ২ জানুয়ারি ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে আজ কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ছবি: আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া।

ছবি: আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব জেলার ওপর হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা বিরাজ করছে।

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দিন ও রাতে কুয়াশার প্রভাব অব্যাহত থাকার পাশাপাশি কিছু এলাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব জেলা এবং বরিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার কিছু উপজেলায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোতে দুপুর ১২টার মধ্যে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে দুপুর ২টার আগেও কুয়াশা পুরোপুরি না কাটার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি।

রাতের কুয়াশা পূর্বাভাস
শুক্রবার রাতে উল্লিখিত পাঁচটি বিভাগের জেলাগুলোতে আবারও কুয়াশা ঘনীভূত হতে পারে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশঙ্কা করা হচ্ছে।

নৌযান চলাচলে বিশেষ সতর্কতা
শুক্রবার সন্ধ্যার পর থেকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন নদ-নদীর ওপর হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা দিতে পারে। ফলে এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী সব নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীর ওপর ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে।

সড়ক পথে চলাচলে সতর্কতা
শুক্রবার সন্ধ্যার পর থেকে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে ধীরগতিতে এবং সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

শৈত্যপ্রবাহের আপডেট
দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার প্রভাব কিছুটা কমলেও আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়