Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬,   পৌষ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ২ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে মেগা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (সিপিএ ইউ সিক্স) উদ্যোগে আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৮) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলাধুলাপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিপিএ ইউ সিক্সের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ৬ নম্বর একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী।

অনুষ্ঠানে বৃটেন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিপিএ ইউ সিক্সের উপদেষ্টা, ইউকে বিডি টিভি ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএ ইউ সিক্সের উপদেষ্টারা, মুহিতুর রহমান হেলাল, ছালিকুল আলম টুকু, শাহ গিয়াস আহমেদ, মুজিবুর রহমান, পারভেজ আহমেদ, সাহাদ আহমেদ, সারজুল ইসলাম, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, এমরান আহমেদ, দেলওয়ার হোসেন ও জিল্লুল হক জিলা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএ ইউ সিক্সের নির্বাহী পরিষদের সদস্য আলমগীর হোসেন, জাকির আহমেদ রুমান, মোহাম্মদ রাজন মিয়া, ফয়জুল কবির মুরাদ, জুমন আহমেদ, শামীম আহমেদ, সাইদুল হাসান তানভীর, তোফায়েল আহমেদ, মাজেদ ইমন, জিলু মিয়া এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অদুদ আহমেদ মুফতি ও সদস্য সচিব সৈয়দ আবেদ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় দুটি শক্তিশালী দল, ইউ এম টাইটান্স ও এস এস সুপার কিংস। ম্যাচে ইউ এম টাইটান্স ৫ উইকেটে জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে বকসী মিসবাহ উর রহমান দেশ ও প্রবাস থেকে টুর্নামেন্ট সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধন ঘোষণা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী বলেন, “অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও আরও সুন্দরভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা রয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।”

বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্যকালে মোহাম্মদ মকিস মনসুর বলেন, “একাটুনা ইউনিয়ন আমাদের গর্ব এবং সিপিএ ইউ সিক্স আমাদের প্রাণের সংগঠন। টুর্নামেন্ট সফল করতে যারা স্পন্সর, অনুদান ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। আগামীতে নিজস্ব মাঠে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে দেশে-বিদেশে বসবাসরত ইউনিয়নবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।”

বক্তারা বলেন, “খেলাধুলা মানুষকে নিয়মানুবর্তিতা, সহনশীলতা, ধৈর্য, একাগ্রতা ও উদারতা শেখায়। সুস্থ দেহ ও মনই কর্মস্পৃহা ও কাজের গতি বাড়ায়। তাই সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অদুদ আহমেদ মুফতি, সদস্য সচিব সৈয়দ আবেদ, সিপিএ ইউ সিক্সের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনের প্রতিটি খেলায় সবার সহযোগিতা কামনা করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়