Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৩ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৭ ডিসেম্বর ২০২৫

কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা সম্পন্ন হয়। ছবি: আই নিউজ

উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা সম্পন্ন হয়। ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ‘হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এবারের মেধাবৃত্তি পরীক্ষা আধুনিক এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার ৩৯টি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির ১০৭ জন ও পঞ্চম শ্রেণির ৯৪ জনসহ মোট ২০১ জন শিক্ষার্থী মেধার লড়াইয়ে অংশগ্রহণ করে।

হৈরোল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষাভীতি দূর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা অনুরাগীরা। তারা হৈরোল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ে এ ধরনের মেধা যাচাই কার্যক্রম তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনথৌজম শিল্পী জানান, শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়