প্রতিনিধি, মৌলভীবাজার
সনাতনী বৈদিক বিদ্যালয়ের ১০১ সদস্যের জেলা কমিটি অনুমোদিত
ছবি: আই নিউজ
সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয় কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অনুমোদনপত্র অনুযায়ী বৃহস্পতিবার (১ জানুয়ারি) মৌলভীবাজার জেলার জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এই কমিটির মেয়াদ আগামী দুই বছর কার্যকর থাকবে।
কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল স্বাক্ষরিত অনুমোদনপত্রে জানানো হয়, জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ প্রয়োজনবোধে জেলা কমিটির সদস্য সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করবে।
অনুমোদিত জেলা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন দাশ রাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ মোহন দেব। এছাড়া কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মৌলভীবাজার জেলার সনাতনী সমাজের নিবেদিতপ্রাণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ অনুমোদনের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সনাতনী বৈদিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জেলা পর্যায়ে বৈদিক শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
সনাতনী ধর্ম ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মপ্রাণ সনাতনীরা।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























