নিজস্ব প্রতিবেদক
মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা
কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক ব্যতিক্রমধর্মী কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদমপুর ইউনিয়নের ‘মনিপুরী কালচারাল কমপ্লেক্স’-এ লৈশেমপুং এবং ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মনিপুরী ঐতিহ্যের প্রতীক হিসেবে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
স্থানীয় বাসিন্দা ওজা বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের কালচারাল হেড কিযী তাহনিন। তিনি বলেন, “মনিপুরী সংস্কৃতি শুধু বাংলাদেশের নয়, বরং এটি বৈশ্বিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। ডিজিটাল যুগে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউনেস্কো কনসালটেন্ট রিফাত মুনিম এবং পারসিড (PARC)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফাতিহা পলিন। বক্তারা আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের ভাষা, পোশাক ও ইতিহাস সংরক্ষণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মনিপুরী শিল্পীরা চিরায়ত সংস্কৃতির নানা অনুষঙ্গ নিপুণভাবে তুলে ধরেন। পরিবেশনায় ছিল বিশ্বখ্যাত মনিপুরী নৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বীরত্বগাথার প্রতীক ‘থাং-টা’ (মনিপুরী মার্শাল আর্ট) এবং আধ্যাত্মিক সুরে ভরপুর ‘পুং চোলম’ (মৃদঙ্গ নৃত্য) পরিবেশন করা হয়।
কর্মশালায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গুণীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—নিজেদের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় মনিপুরী সমাজ অত্যন্ত সচেতন। লৈশেমপুং ও ইউনেস্কোর এই যৌথ উদ্যোগ তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সন্ধান পেতে এবং আত্মপরিচয়ে বলীয়ান হতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























