Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ৪ জুন ২০২৩

মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। গতকাল শনিবার (৩ জুন) বিকাল চারটায় মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।

উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশেনর সভাপতি আক্তারুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, প্যানেল মেয়র নাহিদ হোসেন, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ ও সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।

খেলায় দেশের ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি, হবিগঞ্জ বনাম বনাম নরসিংদী জেলা খেলা কল্যাণ সংসদ।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়