কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় ২৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ইয়াবাসহ আটক দুই আসামী। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন বাবলু (৩৮) এবং অমিত কুমার দাস (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (০২ জুন) রাতে কুলাউড়া থানাধীন পরীনগর এবং গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্তের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার পরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে দেলোয়ার হোসেন বাবলুকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন বাবলু কুলাউড়া পৌরসভার পরীনগর গ্রামের মৃত এম সামসুল হকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার অন্য এক অভিযানে ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে অমিত কুমার দাশ নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এসআই আনোয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর এলাকার মিশন টু সিরাজনগর চা বাগান গামী রাস্তার সামনে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেন।
আটককৃত অমিত কুমার দাশ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিঙ্গুর গ্রামের অসিত কুমার দাশের ছেলে।
মাদক সংক্রান্ত এ দুটি ঘটনায় আটককৃত ০২ জন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা দায়ের।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























