মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৫৯, ১২ মে ২০২৫
মৌলভীবাজার: রবীন্দ্র নজরুল জয়ন্তী-১৪৩২ অনুষ্ঠিত

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মৌলভীবাজার শাখা `রবীন্দ্র নজরুল জয়ন্তী-১৪৩২` উদযাপন করে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মৌলভীবাজার শাখা গত ৯ মে 'রবীন্দ্র নজরুল জয়ন্তী-১৪৩২' উদযাপন করেছে। অনুষ্ঠানটি বেঙ্গল কনভেনশন হলে আয়োজন করা হয়।
উদ্বোধনী সঙ্গীত `জয় তব বিচিত্র আনন্দ' এর সাথে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। শাখার কার্যকরী কমিটির সদস্য এবং সম্মানিত অতিথিদের অংশগ্রহণে প্রদীপ প্রজ্জ্বালন শেষ হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক সমীরণ চন্দ্র দেব শুভ্র এবং সভাপতির বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ মুনিম আহমদ রিমন।
'হে নূতন দেখা দিক আরবার'' গানের সাথে নৃত্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর শিশুদের দুটি পরিবেশনা 'কোন পুরাতন প্রাণের টানে' এবং 'আকাশে হেলান দিয়ে' দর্শকদের করতালিতে শেষ হয়। একক পরিবেশনায় অরুণ কুমার দাশ, সমীরণ চন্দ্র দেব, অঞ্জন কুমার দাশ, মৌসুমী রানী দাশ, অনিমেষ চৌধুরী, শাপলা দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের জনপ্রিয় গান পরিবেশন করেন। তুমি ডাক দিয়েছ কোন সকালে এবং বাগিচায় বুলবুলি তুই সম্মেলক গানের পর খরবায়ু বয় বেগে গানের সাথে শিশুদের নৃত্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়। প্রথম পর্বের সঙ্গীত পরিচালনায় ছিলেন তৃপ্তি চক্রবর্তী।
দ্বিতীয় পর্বে শিল্পী তমাল চক্রবর্তীর সঙ্গীত পরিচালনায় শ্রীমঙ্গল শাখা চারটি সম্মেলক গান পরিবেশন করে এবং মৌলভীবাজার শাখার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বন্যা রায় চৌধুরী, উপমা উর্বশী, সৈয়দ মুনিম আহমদ রিমন, রাখী রায় এর একক পরিবেশনা দর্শকদের মোহিত করে রাখে। প্রাপ্ত দেব প্রীতমের নৃত্য পরিচালনায় এসো শ্যামল সুন্দর এবং সৃজন ছন্দে নৃত্য দর্শকদের আন্দোলিত করে।
বেঙ্গল কনভেনশন হলে রুচিশীল দর্শকদের সরব উপস্তিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলো। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় বৈশাখের সুন্দর সন্ধ্যাটি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাপলা দত্ত এবং অরুণ কুমার দাশ। সম্মেলক গানে রূপশ্রী, সুরভী, জয়শ্রী, শাহানারা বেগম, নূসরাত হাবিব, শাওন, জয়িতা, জেসমিন বেগম প্রমূখ যুক্ত ছিলেন। যন্ত্র সহযোগিতায় ছিলেন; তবলায় সমীরণ চক্রবর্তী, সুজয় চৌধুরী, উৎসব পাল, গিটারে জয় সরকার কীবোর্ডে জয়। শব্দ যন্ত্রে ছিলেন হিমাদ্রী রায় শুভ্র।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা