Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ১ ডিসেম্বর ২০২০

জালে উঠলো বিষধর সাপ রাসেল`স ভাইপার, এলাকায় আতংক

বিষধর রাসেল’স ভাইপার। ছবি: সংগৃহীত

বিষধর রাসেল’স ভাইপার। ছবি: সংগৃহীত

রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যু অবধারিত।

এই রাসেল’স ভাইপার সাপ পাওয়া গেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার এক পুকুরে। গত রোববার (২৯ নভেম্বর) অপু মন্ডল (৩২) নামে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধার করে খাঁচায় ভরে রাখেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। 

অপু মন্ডলের সাথে কথা বলে জানা যায়, মাছ ধরার জন্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছিল। এ সময় কচুরিপানার ভেতরে চার-পাঁচ ফুটের একটি সাপ দেখা যায়। প্রথমে মনে হয়েছিল অজগর। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি বিষধর রাসেল’স ভাইপার।

সাপটিকে রাসেল’স ভাইপার হিসেবে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, সাপটি উদ্ধার করে ভেনম রিচার্স সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যা এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়