আইনিউজ ডেস্ক
আপডেট: ১১:০১, ৭ আগস্ট ২০২২
জ্বালানি তেলের উত্তাপ সবজি বাজারে
মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, চিচিংগা ও শসার কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই রাজধানীর কাঁচাবাজারগুলোতে দাম বেড়েছে প্রায় সব সবজির। এই দাম বৃদ্ধির পেছনে পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বলা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে এর উত্তাপ ছড়াচ্ছে শাক সবজির বাজারে। খুচরা বাজারে কাঁকরোল, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, চিচিংগা ও শসার কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল ৫৫-৬০, করলা ৭০-৮০, বরবটি ৬০-৬৫, কাঁচকলা ৩০-৩৫, আকার ভেদে মিষ্টি কুমড়া ৫০-৬০, গাঁজর ১২০-১৪০, বড়-ছোট হিসেবে লাউ ৬০-৭০, বরবটি ৭০-৭৫, পটোল ৬০-৬৫, টমেটো ১২০ এবং শসা ৭০ টাকা কেজিতে কিনছেন ক্রেতারা।
পাইকারি ও খুচরা বিক্রেতারা দাবি করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে গেছে। ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে সবজির দামও বেড়েছে। পাইকারি পর্যায়ে প্রায় সব ধরনের সবজির কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে গিয়ে ৮-১০ টাকা বাড়তিতে গিয়ে ঠেকছে। আগামী দু-এক দিনের মধ্যে দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী।
কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা আইনিউজকে বলেন, ‘পাইকারিতে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় আমরাও বেশি দামে বিক্রি করছি। সরকার ডিজেল-পেট্রল-অকটেনের দাম বাড়িয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে আসা ট্রাকগুলোতে খরচ বেড়েছে। এজন্য সবজির কেজিপ্রতি খরচ বেশি পড়ায় দামটা বেড়েছে।’
এদিকে মহাখালী কাঁচাবাজারের ব্যবসায়ী ফিরোজ বলেন, ‘তেলের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম বাড়তি। এখন যতটা না বেড়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা আরও বেড়ে যাবে। আজকে ৩৫-৪০ টাকায় কিনতে পারলেও কাল থেকে হয়তো কাঁচকলার হালি কিনতে হবে ৫০ টাকায়।’
- আরও পড়ুন- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- আরও পড়ুন- জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজীরবিহীন: জিএম কাদের
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের