Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ২১ নভেম্বর ২০২০

নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসি

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। আজও তিনি একটি রেকর্ড গড়তে যাচ্ছেন। বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদ লড়াইয়ে খেলতে নামলেই কাতালান ক্লাবটির হয়ে ৮০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে দুই দিন আগেই কাতালুনিয়ায় পৌঁছে গেছেন মেসি। অবশ্য এবার তার ফেরাটা সুখকর ছিলো না। বিমানবন্দরে সাংবাদিকদের উদ্ভট সব প্রশ্নের মুখোমুখি হন তিনি, জবাবও দেন বেশ কড়া বার্তায়।

সব ঘটনা পেছনে ফেলে আজ আবারো নিজের ক্লাবের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মেসি। লা লিগার অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার খেলার সম্ভাবনাই বেশি। অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

২০০৩ সালের ১৬ নভেম্বর পোর্তোর বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচে বার্সেলোনার হয়ে লিওনেল মেসির অভিষেক হয়েছিল। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৭৯৯টি ম্যাচ খেলেছেন মেসি। সবমিলিয়ে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা গোল করেছেন ৬৭৭টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়