শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার
মৌলভীবাজারে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন রোকসানা আক্তার

রোকসানা আক্তার।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ সিলেট বিভাগের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা পেয়েছেন দি ফ্লাওয়ার্স কেজি.এন্ড হাইস্কুলের জীব বিজ্ঞানের সহকারী শিক্ষক রোকসানা আক্তার।
শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত বাছাই কমিটি, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলের সহকারী শিক্ষক রোকসানা আক্তারকে জেলার শ্রেষ্ঠ ঘোষণা করে সম্মাননা ও সনদ দেওয়া হয়।
- আরও পড়ুন: কুলাউড়ায় অধ্যাপক নাজমা বানু লাঞ্ছিত
রোকসানা আক্তার দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলে ২০০৭ সালের জানুয়ারি মাসে সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে যোগদান করেন।
রোকসানা আক্তার কমলগঞ্জ উপজেলার পতনউষার গ্রামের মরহুম মো. আব্দুল মান্নানের বড় মেয়ে। তার বাবা পেশায় একজন ছিলেন শিক্ষক। তার স্বামী মো. শরীফুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের একজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা। বর্তমানে মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত আছেন।
রোকসানা আক্তার শিক্ষা প্রসারের সঙ্গে থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানায়।
পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলাপর্যায়ে আমাকে শ্রেষ্ঠ সহকারী শ্রেণি শিক্ষক ও সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমার বিদ্যালয় দি ফ্লাওয়ার্স কেজি.এন্ড হাইস্কুকে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই।
রোকসানা আক্তার জানান, তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক বাতায়নে যুক্ত একটা অনলাইন স্কুল আছে 'Learn Biology' পেইজের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য করোনাকালীন সময়ে প্রায় ২০০ ক্লাস নিয়েছেন।
এটুআই এর সাথে জেলা শিক্ষক এম্বাসেডর হিসেবে কাজ করছেন। এবং নিয়মিত শিক্ষক বাতায়নে কন্টেন্ট তৈরি করে প্রায় ২০০ এর বেশি ভিডিও কন্টেন্ট ও প্রেজেন্টেশন করে শিক্ষক বাতায়নে মাধ্যমে আপলোড করেছেন। যার ফলে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন। ইন্টারন্যাশনাল বিভিন্ন প্লাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড ২০২২-২৪ এ ফুল এ্যাওয়ার্ডের জন্য একজন কো-অরডিনেট হিসেবে দেশি-বিদেশি স্কুলের সাথে কাজ করেন তিনি। ২০১৪ সালে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করার সুযোগ পান।
রোকসানা আক্তার আইনিউজকে বলেন, পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলাপর্যায়ে আমাকে শ্রেষ্ঠ সহকারী শ্রেণি শিক্ষক ও সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমার বিদ্যালয় দি ফ্লাওয়ার্স কেজি.এন্ড হাইস্কুকে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। জাতীয় পর্যায়েও যেন প্রতিযোগিতায় তাঁর বিদ্যালয় নির্বাচিত হয়।সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য যে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে ওই বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন রোকসানা আক্তার।
পড়ালেখা করেছেন পতনউষার উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মহিলা কলেজ এবং এম সি কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স পাশ করেন তিনি। এবং বিএড করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।
২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে স্কলারশিপ পেয়ে নিউজিল্যান্ডে বিজ্ঞান শিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ২৮ এপ্রিল থেকে শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
- কেন পড়ব সমাজকর্ম?