Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

প্রকাশিত: ১০:১৩, ২ জুলাই ২০১৯
আপডেট: ১০:১৩, ২ জুলাই ২০১৯

শুরুতেই ক্যাচ মিস করেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: বার্মিংহামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের শুরুতেই রোহিত শর্মার ক্যাচ ফেললেন তামিম। আইসিসির এবারের আসরের মঙ্গলবার(২ জুলাই) ৪০ তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এ ভারত। ফিল্ডিংয়ে টাইগার একাদশ। কিন্তু মাস্ট উইন এই ম্যাচের শুরুতেই তামিম ইকবাল এর মিস করা ক্যাচটি কোনো ভাবেই মানতে পারছে না টাইগার সমর্থকেরা। মোস্তাফিজের ক্রসসিমের ব্যাক অফ আ লেংথের বলটা ব্যাকফুটে গিয়ে হালকা ধাক্কা দিয়েছিলেন রোহিত। সাকিবের মতো তিনিও মিডউইকেট থেকে তার বাঁদিকে ছুটেছিলেন, তবে সামনের দিকে। অবশ্য সাকিবের চেয়ে বেশি মূল্য দিতে হবে তামিমকে। ক্যাচটা হাত গলে বুক ছুঁয়ে পড়ে গেছে মাটিতে। শুরুতেই জীবন পেলেন রোহিত। এখন দেখার পালা শুরুতেই সেটা হাতছাড়া ক্যাচটার মাশুল গুনতে হবে নাকি এ থেকে শিক্ষা নিয়ে চমক প্রদ কোন ফল বসয়ে আনবে টাইগার একাদশ। শুধু এ ম্যাচেই যে ক্যাচ মিস করেছেন তামিম তা না। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস ওকসের মিস করা ক্যাচটাও স্মরন করিয়ে দিলেন তিনি।   এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়