Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ১৬:০৭, ১০ জুন ২০১৯
আপডেট: ১৬:০৭, ১০ জুন ২০১৯

দুর্নীতির অভিযোগে গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি

আইনিউজ ডেস্ক:  অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় গ্রেফতার হলেন পাকিস্থাবের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশটির হাইকোর্টে জামিন আবেদন বাতিল হওয়ার পরই সোমবার (১০ জুন) ইসলামাবাদ থেকে জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) কর্তৃক  তাকে গ্রেফতার করা হয়। গত বছরের জুলাইয়ে সাবেক এই পাকিস্তানের প্রেসিডেন্ট ও তার বোন ফারিয়াল তালপুরকে অর্থপাচারের একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করে ন্যাব। তখন দেশটির তদন্তকারী সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বাণিজ্যবিষয়ক শাখা জারদারি ও তার বোনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তাদের প্রতিবেদনে জানানো হয়, ওই বছরের জানুয়ারির শুরুর দিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থবিষয়ক পর্যবেক্ষক ইউনিট ১০টি ব্যাংকের হিসাব নম্বরে সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে। একটি বেসরকারি ব্যাংকে কমপক্ষে ২০টির মতো বেনামি হিসাব নম্বরে কোটি কোটি টাকা লেনদেন হয়। এর সবই কালো টাকা। ঘুষ ও কমিশন হিসেবে নেয়া হয়েছে। জারদারি ও তার বোন ফারিয়াল তালপুর ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় ইসলামাবাদের হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। সোমবার দুপুরে আবেদন বাতিল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে  জারদারিকে গ্রেফতারের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা পুলিশের বিশেষ স্কোয়াড নিয়ে  ইসলামাবাদের বাসভবনে  পৌঁছান। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-চেয়ারম্যানকে গ্রেফতারের সময় ন্যাবের ১৫ সদস্যের একটি দলের সঙ্গে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জারদারি হাউসে পৌঁছার পর ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা জারদারির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা দেখালে জারদারি গ্রেফতারে সম্মতি প্রদান করেন। তবে তার বোনকে গ্রেফতার করা হয়নি। এ সময় জারদারি হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি সড়কসহ মূল সড়কটিও এ সময় পুলিশ বন্ধ রাখে। দেশটির একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা গ্রেফতারের পর আসিফ আলি জারদারিকে রাওয়ালপিন্ডির ন্যাব এর প্রধান কার্যালয়ে নিয়ে যাচ্ছেন। পুলিশের কর্মকর্তারা বলেছেন, চারটি ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১৫০ মিলিয়ন রুপি পাচার করেছেন জারদারি ও তার বোন। এর আগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের এ মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির হাইকোর্ট। আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত। দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল হল পিপিপি। এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়