Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ১০:৩২, ১৬ জুন ২০১৯
আপডেট: ১০:৪৫, ১৬ জুন ২০১৯

ছবিতে শ্রীরামপুরের পাখিবাড়ি

আই নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুরের পাখিবাড়িটি প্রয়াত হাবিবুর রহমানের । হাবিবুর রহমান তার বাড়িতে আশ্রয় নেওয়া পাখিদের সেবা করতেন। কিন্তু তিনি মারা যান ১৯৯৭ সালে, মারা যাওয়ার সময় তাঁর পাঁচ ছেলেকে ডেকে পাখির সেবা অব্যাহত রাখার কথা বলেন। পিতৃভক্তি থেকেই পাখিসেবা করে যাচ্ছেন তার ছেলেরা । বড় ছেলে দুদু মিয়া বাবার কথা রাখতে শুরু করেন পাখিসেবা।  তাঁর পাঁচ ছেলে প্রায় পাঁচ বছর ধরে পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখিয়ে চলেছেন। তাঁরা পাঁচ ভাই পালা করে সেবা করেন বাড়িতে আশ্রয় নেওয়া পাখিদের। একইভাবে প্রয়াত হাবিবুর রহমানের কথা রাখতে তাঁর নাতিরাও পাখির সেবা দিচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক কেমন এই পাখিবাড়ি। শ্রীরামপুরের পাখি বাড়ীর এই ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।   [caption id="" align="alignnone" width="640"] পাখির বাসা থেকে বক ছানা পড়েছিল মাটিতে। ছানা আবার বাসায় তুলে দিচ্ছেন দুদু মিয়ার ছেলে রুমেন আহমদ।[/caption] [caption id="" align="alignnone" width="640"] পাখিবাড়িতে দেখা মেলে এমন অনেক পাখির।[/caption] [caption id="" align="alignnone" width="640"] বকসহ নানা প্রজাতির পাখি রয়েছে পাখিবাড়িতে।[/caption] [caption id="" align="alignnone" width="640"] পুরো বাড়ির গাছগুলো পাখিদের দখলে।[/caption] [caption id="" align="alignnone" width="640"] ডিমে তা দিচ্ছে বক পাখি।[/caption] [caption id="" align="alignnone" width="640"] খুব কাছ থেকে দেখার সুযোগ আছে বক পাখিদের।[/caption] [caption id="" align="alignnone" width="640"] ডিম দিয়েছে বক পাখি।[/caption] [caption id="" align="alignnone" width="640"] ডিম ফুটে বেড়িয়েছে বক ছানা।[/caption]  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়