তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ১২:১৭, ১১ এপ্রিল ২০২১
তারাকান্দায় গরম বাতাস ও ব্লাস্টার রোগে ধানের ব্যাপক ক্ষতি

ধান জমিন মরে সাদা রঙ ধারনের দৃশ্য
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গরম বাতাস ও ব্লাস্টার রোগে কপাল পুড়লো বোরো ধান চাষিদের। গত ৪ এপ্রিল দেশের প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ বয়ে যাওয়া শিলা বৃষ্টিসহ গরম ঝড়ো বাতাসে ফসলের মাঠে দেখা দিল ধান জমিন মরে সাদা রঙ ধারনের দৃশ্য।
বাম্পার ফলনের আশা ছিল তারাকান্দার কৃষকদের। ফলনও হয়েছিল বেশ কিন্তু এবার ফসলের মাঠে যেন কৃষকের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে।
তবে এটা কি ঐ দিনের রাতে বয়ে যাওয়া শিলাবৃষ্টিসহ গরম বাতাস নাকি ব্লাষ্টার নামের এক প্রকার ভাইরাস নাকি প্রাকৃতিক দুর্যোগ তা সঠিক জানা যায়নি।
উপজেলার বিসকা ইউনিয়নের একটি বিরাট আকারের হাওর কৈলাকুড়ি বিলের জমিনে শত শত হেক্টর জমিতে ধান চাষ করে বাম্পার ফলনের আশায় ছিল কৃষকরা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ধান ক্ষেতের অবস্থা এমন সাদা আকার হয়ে শুকিয়ে যাচ্ছে।
কৃষকরা জানান এমন ঘটনা তারা জীবনেও দেখেন নি, এই প্রথম। এমন প্রাকৃতিক দুর্যোগে বাম্পার ফলন চোখের সামনে শেষ হয়ে গেল। প্রতিটা ধান ক্ষেতেই ধানের শীষে এমন রোগ দেখা দিয়েছে।
আইনিউজ/হুমায়ুন/এসডি
- বিভিন্ন ফলের ছবি নামসহ
- এলাচ চাষ করবেন যেভাবে
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ