Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারে সমলয় পদ্ধতিতে বোরো চাষ ও কৃষক সমাবেশ

চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে বোরো ধানের ফলন বাড়াতে সমলয় পদ্ধতিতে আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে চাষাবাদের উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষক স্বল্প সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারবেন। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে গিয়াসনগর ইউনিয়নে গ্রাম শ্রীমঙ্গল মাঠে সমলয় চাষাবাদের হাইব্রিড জাতের বোরো ধানের  চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ। পরে সেখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সমলয় পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি। ফলে কৃষক স্বল্প সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারবেন এবং খরচ কম হবে । এবার জেলায় একশত একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ করা হবে।

আই নিউজ/এইচএ 

ভিডিও : জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়