Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ২৫ জুন ২০২২
আপডেট: ১৮:৪০, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু দেখতে মানুষের ভিড়, ভিড়তে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী

যদিও এখনি সেতুতে উঠতে দেয়া হচ্ছেনা কাউকেই। এ নিয়ে অসন্তোষ জনতাও

যদিও এখনি সেতুতে উঠতে দেয়া হচ্ছেনা কাউকেই। এ নিয়ে অসন্তোষ জনতাও

উদ্বোধন হলো পদ্মা সেতু, বাস্তব হয়ে ধরা দিলো স্বপ্ন। যে স্বপ্ন দক্ষিণাঞ্চলের মানুষের পাশাপাশি দেখেছে এদেশের আরও কোটি বাঙালি। বহু কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই স্বপের পদ্মা সেতু দেখতে উদ্বোধনের পর থেকেই ভিড় করছেন উৎসুক জনতা। তরুণ-তরুণী, আবাল, বৃদ্ধা সকলেই এসে ভিড় জমাচ্ছেন পদ্মার পাড়ে, আসছেন স্বপ্নকে বাস্তব চোখে দেখতে। যদিও এখনি সেতুতে উঠতে দেয়া হচ্ছেনা কাউকেই। এ নিয়ে অসন্তোষ জনতাও।

শনিবার (২৫ জুন) বিকেল ৫টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল চত্বরে এমন চিত্রই দেখা গেছে সর্বত্র।

রানু বেগমের বাড়ির কাছেই পদ্মা সেতু। ঘর থেকেই হয়তো দেখা যায় সেতুর অনেকাংশ। তবু রানু বেগমও পায়ে হেঁটে এসে ভিড় জমিয়েছেন দর্শনার্থীদের সাথে। একবার খুব কাছ থেকে দেখে যেতে চান পদ্মা সেতু।

আজ সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময়ও হাজার হাজার মানুষের ভিড় ছিলো। বিকেল থেকে সেতু দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।

পদ্মা সেতু দেখতে আসা সাইমন মিয়া বলেন, ‘আজই সেতুর উদ্বোধন করা হয়েছে। তাই দেখতে এলাম। সেতুটি কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু সেতুতে যাওয়ার কোনো সুযোগ নেই।’

মাদারীপুরের রাজৈর থেকে আসা ইমন শেখ বলেন, ‘৮০ কিলোমিটার দূর থেকে এসেছি। এখন দূরে দাঁড়িয়ে দেখছি। কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এখান থেকেই দেখে ফিরে যেতে হবে মনে হচ্ছে।’

রানু বেগমের বাড়ির কাছেই পদ্মা সেতু। ঘর থেকেই হয়তো দেখা যায় সেতুর অনেকাংশ। তবু রানু বেগমও পায়ে হেঁটে এসে ভিড় জমিয়েছেন দর্শনার্থীদের সাথে। একবার খুব কাছ থেকে দেখে যেতে চান পদ্মা সেতু। কিন্তু অন্যদের মতো তারও সেই ইচ্ছা পূরণ হয়নি। রানু বেগম বলেন, ‘বাড়ির কাছে সেতু। তাই প্রথম দিনই আসলাম দেখতে। ভেবেছিলাম সেতুর ওপরে যাওয়া যাবে। পায়ে হেঁটে এবং কাছাকাছি থেকে দেখা যাবে। কিন্তু এখানে এসে দেখছি, সেতুর আশপাশে ভিড়তে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী।’

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ