Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪০, ১৭ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত সোনু সুদ

সোনু সুদ

সোনু সুদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ভক্তদের এই কথা জানিয়েছেন সোনু নিজেই।

পোস্টে সোনু সুদ লিখেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত বিধি মেনে ইতিমধ্যেই আমি নিজেকে ঘরে রেখেছি। তবে চিন্তা করবেন না। এই সময়ের মধ্যেই আপনাদের সমস্যাগুলি সমাধান করব। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।

করোনাকালে প্রথম থেকে সমাজসেবা করে গিয়েছেন সোনু। গত বছরের লকডাউনে নিঃস্বার্থভাবে গরিব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন সোনু। তাদের সাহায্য করতে খুলেছিলেন হেল্পলাইনও।

শুধু তাই নয়, গরিবদের সাহায্য করার জন্য নিজের সম্পত্তিও বন্ধক রেখেছেন এই অভিনেতা। যখন যেখানে যে বিপদে পড়েছেন বিন্দুমাত্র দ্বিধা না করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সোনু। তাইতো তাকে বলা হয় গরিবের রবিনহুড।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ