Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ১১ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৩৩, ১১ আগস্ট ২০২১

বিয়ে করলেন অভিনেতা নিলয়

বিয়ে করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন।

নিলয়ের পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।

মাসখানেক আগে তার উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। করোনার কারণে ছিল না তেমন কোনো আয়োজন। বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোবিজে নিলয়ের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।

নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, ‘গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই।’

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়।

প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখকে। পারিবারিক বোঝাপড়ার অভাবে সেই সংসার ভেঙে যায়। আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এরপর শোনা যায় বিয়ে করে আবারও সংসারী হয়েছেন শখ। এবার নতুন সংসার পাতলেন নিলয়ও। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ