Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:৫৫, ১৪ আগস্ট ২০২১

গালির ভয়ের ছবি পোস্ট করতে পারছেন না নিলয়

স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির সাথে নিলয় আলমগীর

স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির সাথে নিলয় আলমগীর

সম্প্রতি নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। কিন্তু এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার পাশাপাশি বিড়ম্বনারও শিকার হতে হচ্ছে তাকে। জানা গেছে, গালির ভয়ের ছবি পোস্ট করতে পারছেন না। 

এর আগে অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। সেই প্রসঙ্গ টেনেই অনেকে বাজে মন্তব্য করছেন।

শনিবার (১৪ আগস্ট) এ প্রসঙ্গে ফেসবুকে নিলয় লেখেন, “কী যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই।

নতুন বউয়ের সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, দ্বিতীয় বিয়ে করসেন আবার বউয়ের সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেন। আমার বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।”

অভিনেতা বলেন, “এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো।”

এমন পরিস্থিতিতে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান। নিলয়ের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, “প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি? My heart goes out to you Niloy!”

উল্লেখ্য, গত ৭ জুলাই বিয়ে করেন নিলয়। নিলয়ের পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়। প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখকে। পারিবারিক বোঝাপড়ার অভাবে সেই সংসার ভেঙে যায়। আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ