Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫২, ১৮ আগস্ট ২০২১

শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক সরাসরি সংগীত আয়োজন

লোকগান বাংলা সংগীতে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। শেকড়ের গান, মাটির গান সহজেই মানুষের মনকে প্রশান্তি দেয়। এক কথায় সহজ সরল কথা ও সুরের কারনে মানুষের মনকে আকৃষ্ট করে। সেই দৃষ্টিকোন থেকেই বাংলা টিউব আয়োজন করছে অনলাইন ভিত্তিক সরাসরি 'আড্ডার গান' এর আয়োজন।

অনুষ্ঠানে দর্শক, শিল্পীর কাছ থেকে তার পছন্দের গানটি শুনতে পারবেন। গ্রাম বাংলার লোকসংগীত নিয়ে এই আয়োজন। এই আয়োজনে হারিয়ে যাওয়া লোকগান নিয়ে কাজ করা হবে তবে একই সঙ্গে প্রাধান্য দেওয়া হবে লোকসংগীতের বিভিন্ন শাখাকে। পরিচিত মুখের পাশাপাশি সুযোগ দেওয়া হবে নতুন প্রজন্মের শিল্পীদের। যারা সংগীত ভালোবাসে, দর্শকদের গান শুনাতে চান।

বাদ্যযন্ত্র শিল্পী রণদ্বীপ, প্রথম দিনের শিল্পী অশোক বালা ও অনুষ্ঠানের প্রযোজক আরিফুর রহমান

আয়োজনটি শুরু হচ্ছে আগামী ২০ আগস্ট থেকে। প্রচারিত হবে রাত ৯টায়। বাংলা টিউবের স্টুডিও থেকে সরাসরি অনলাইনে প্রচার করা হবে অনুষ্ঠানটি। 

অনুষ্ঠানটির প্রযোজক আরিফুর রহমান বলেন, করোনা মহামারীর কারনে সংগীতের আয়োজন প্রায় বন্ধ রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলা টিউবের এই ভাবনা। ছোটবেলা বাবা খুব মন দিয়ে লোকসংগীত শুনতেন সেই থেকেই লোকসংগীতের প্রতি ভালো লাগা তৈরি হয়। কর্মক্ষেত্রে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে কাজ করার পাশাপাশি ইচ্ছে ছিল যদি কখনো সুযোগ পাই তাহলে লোকসংগীত নিয়ে কাজ করবো।'

তিনি আরও জানান, অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সংগীতশিল্পী এবং উপস্থাপিকা শারমিন সুমি, যন্ত্রশিল্পী থাকবেন রণদ্বীপ এবং প্রথম দিনের অতিথি শিল্পী থাকবেন এ প্রজন্মের সংগীতশিল্পী এবং সংগীত শিক্ষক অশোক বালা।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ