Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২৪, ১৯ আগস্ট ২০২১

তৃতীয় দফায় রিমান্ডে পরীমনি

জনপ্রিয় ঢাকাই অভিনেত্রী পরীমনিকে তৃতীয় দফা রিমান্ডে পেয়েছে সিআইডি। গতকাল বুধবার (১৮ আগস্ট) পরীমনির রিমান্ড আবেদন করে সিআইডি, এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিআইডির আবেদন মঞ্জুর করে পরীমনিকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনিকে তৃতীয় দফায় ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলো সিআইডি, আবেদন পর্যালোচনা করে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে দুই দফা রিমান্ডে ছিলেন পরীমনি। গত শুক্রবার (১৩ আগস্ট) পরীমনিকে আদালতে হাজির করা হয়, তখন জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। আবার কারাগারে যান পরীমনি। 

গত সোমবার (১৬ আগস্ট) আবারও জামিনের আবেদন করেন পরীমনি। এ জামিনের শুনানি ছিলো গতকাল বুধবার (১৮ আগস্ট)। তবে আদালতে সেসময় পরীমনিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায় সিআইডি। এর প্রেক্ষিতে আজকে তাকে একদিনের রিমান্ডে পাঠানো হলো। 

গত ৪ আগস্ট বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ