Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩৯, ২৩ আগস্ট ২০২১

সমাপ্ত হলো ‘ডান্স ডান্স জুনিয়র টু’

শেষ হলো দীর্ঘ আট মাসের অপেক্ষা। নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় মৌসুমের শিরোপা জিতলো অনীশ রয়।

রোববার (২২ আগস্ট) অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। যেখানে অতিথি হিসেবে পাওয়া গিয়েছিলো বলিউড অভিনেত্রী সানি লিওন, নৃত্যপরিচালক রেমো ডি’সুজা এবং হেলেনকে।

এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির দুই বিচারক দেব ও মানামি। মহাগুরুর আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

‘ডান্স ডান্স জুনিয়র টু’-এর ফাইনাল আসরে দেখা গেছে দেব ও সানি লিওনের রোম্যান্সও। এদিন সব মিলিয়ে মোট সাড়ে পাঁচ লাখ রুপির পুরস্কার জিতেছে অনীশ। পপুল্যার চয়েস উইনার ঘোষিত হয়েছেন শো-এর ফার্স্ট রানার আপ মধুমিতা।

অন্যদিকে, বিচারকদের বিচারে সৌম্যজিৎ নির্বাচিত হয় ‘ডান্স ডান্স জুনিয়র টু’র সেকেন্ড রানার আপ।

প্রথম ও দ্বিতীয় রানার আপের হাতে ট্রফি ছাড়াও যথাক্রমে দেড় লাখ ও এক লাখে রুপির পুরস্কার মূল্য পেয়েছে মধুমিতা ও সৌম্যজিৎ।

আইনিউজ/এসডি

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ