Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৯, ২৬ আগস্ট ২০২১

নুসরাতের ছেলের জন্য নিখিলের শুভ কামনা

নিখিল জৈন ও নুসরাত জাহান

নিখিল জৈন ও নুসরাত জাহান

পুত্রসন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। হাসপাতালে তার পাশে  আছেন অভিনেতা যশ দাশগুপ্ত। কিন্তু সন্তানের বাবা কে, সে কথা আজও জানা যায়নি।

এ বিষয়ে নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে উঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

সংশ্লিষ্ট খবর: পুত্রসন্তানের মা হলেন নুসরাত

২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সাথে ভালোবেসে সংসার পেতেছিলেন নুসরাত। কিন্তু বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। ওই সময় যশের সঙ্গে প্রেম চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

২০ জুলাই আলিপুর আদালতে মুখোমুখি হওয়ার কথা ছিল নিখিল এবং নুসরাতের। আইনি প্রক্রিয়ায় বিয়ে হয়নি নিখিল-নুসরাতের। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরাতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল। কিন্তু শুনানির দিন দেখা হয়নি তাঁদের। নিখিল তখন কাজের সূত্রে শহরের বাইরে ছিলেন।

অন্যদিকে নুসরাতও আদালতে যাননি। নিখিল জানিয়েছিলেন, তিনি আদালতে উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি সেখানে থাকবেন। এবার নতুন মা তাঁর প্রাক্তনের সঙ্গে সম্পর্কের আইনি জট কিভাবে মেটাবেন, তা সময়ের অপেক্ষা।

সূত্র: আনন্দবাজার 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ