Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ০৯:২৪, ২৭ আগস্ট ২০২১

গাঁজা খেয়ে বিতর্কিত নোবেল, প্রশাসনের প্রতি ক্ষোভ স্ত্রীর

অচেনা এক নারীর সাথে গাঁজা সেবন করছেন নোবেল, ডানে স্ত্রী সালসাবিলের ছবি।

অচেনা এক নারীর সাথে গাঁজা সেবন করছেন নোবেল, ডানে স্ত্রী সালসাবিলের ছবি।

বিতর্কের রাজা গায়ক মাইনুল আহসান নোবেল। বিতর্ক সৃষ্টি করা যেন তার নেশা, পেশা। এটা না করলে তার ‘পেটের ভাত হজম হয় না’ টাইপ অবস্থা। তাই দুদিন পর পরই কোনো না কোনো বিতর্কের জন্ম দেন ‘সারেগামাপা’ খ্যাত এই কণ্ঠশিল্পী।

সেই ধারাবাহিকতায় এবার গাঁজা খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

বুধবার (২৫ আগস্ট) গায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, তিনি গাঁজায় টান দিচ্ছেন। তাকে এ কাজে সহযোগিতা করছেন অচেনা এক নারী। ছবিটি পোস্ট করে নোবেল ক্যাপশনে লেখেন, ‘গাঁজার নৌকা পাহাড়তলী যায়। ও মিরাবাই।’

এই ছবি দেখে নোবেলের সমালোচনা করেছেন বহু নেটিজেন। কটাক্ষ আর তিরস্কারে ভরে গেছে কমেন্ট বক্স।

নোবেলের ওই ছবি দেখে ক্ষেপেছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিলও। তিনি ওই ব্যাপারে বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে নোবেলকে শাস্তির আওতায় আনে। ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দিয়ে তিনি এসব কথা প্রকাশ করেন

সালসাবিল লিখেন-

‘বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি লজ্জিত এরকম একটা দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশবাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্থ স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেপ্তার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্থ ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম, সেখানে অন্য জনগণদের নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্তা করার অধিকার বাংলাদেশ পুলিশবাহিনী আর রাখে না।’

‘এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, গোপনে ধারণকৃত পারসোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্লাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।’

‘যে দেশে সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক ফেইম অর্জন করা মানুষদের কোনোরকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিং এর ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছামতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে, সে দেশে পরিমনি কেন গ্রেপ্তার হবে?’

‘যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এ স্ট্যাটাস পড়ে, দয়া করে উত্তর দিয়ে যাবেন । হঠাৎ মনে হয় যে এরকম একটি আইনশৃঙ্খলাবিহীন দেশে জন্মগ্রহণ করাটাই নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ।’

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

কারাগারে হেলেনা জাহাঙ্গীরের পাশের কক্ষেই পরীমনি

‘রাতের রানী’ মডেল পিয়াসা ও মৌ, বড়লোকের ছেলেদের ফাঁদে ফেলে করতেন ব্ল্যাকমেইল

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

মুনিয়ার আত্মহত্যার মামলা থেকে বসুন্ধরার এমডি আনভীরকে অব্যাহতি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ