Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৭ আগস্ট ২০২১
আপডেট: ১৩:১৬, ২৭ আগস্ট ২০২১

সড়ক দুর্ঘটনায় আহত ‘নেটওয়ার্কের বাইরে’র শিল্পীরা

সম্প্রতি আলোচনায় আসা ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পী সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তাদের গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

দুর্ঘটনায় পড়েছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এ প্রতিষ্ঠানের প্রধান পরিচলন কর্মকর্তা নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেইসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন।

একটি খবর শেয়ার করে লেখেন, আমাদের বন্ধুদের জন্য প্রার্থনা করুন। ইনশাল্লাহ তাদের অবস্থা ভালোর দিকে। দয়া করে সবাই তার দ্রুত অসুস্থতার জন্য প্রার্থনা করুন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে সড়ক দুর্ঘটনায় আহত হন চার তারকা। তাদের গাড়িচালকও গুরুতর চোট পেয়েছেন।

জানা গেছে, একটি প্রাইভেট কারে ছিলেন রাজ, বাসার, তুষি ও জুনায়েদ। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। যার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেকফেইলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ