Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৭ আগস্ট ২০২১
আপডেট: ০০:৩৩, ২৮ আগস্ট ২০২১

দিল্লি সরকারের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন সোনু সুদ

ভারতের আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) আম আদমি পার্টির নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পর দিল্লির সরকার এই ঘোষণা দেয়।

করোনা মহামারির শুরু থেকে জনতার পাশে থেকে ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সোনু। পাঞ্জাবে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে সোনুর নিযুক্তি আম আদমি পার্টিকে (এএপি) রাজনৈতিক সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। শিশুদের জন্য দিল্লি সরকারের কর্মসূচি প্রচার করবেন সোনু সুদ।

এই অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করার বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ। গোটা দেশের কাছে তিনি অনুপ্রেরণা। সাহায্যের জন্য হাজার হাজার মানুষ তার ওপর নির্ভর করেন। করোনা মহামারিতে এতোগুলো সরকার মিলে যা করতে পারেননি, তিনি যেভাবে তা করে দেখিয়েছেন সেটা রহস্য ছাড়া কিছু নয়। তার কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এবং দিল্লি সরকারের কাজও তার সামনে তুলে ধরেছি।

সোনু সুদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকের আগেই জল্পনা ছড়ায়, সোনু সুদ অথবা তার বোন পাঞ্জাব নির্বাচনে এএপির টিকিটে লড়তে পারেন। একটি নিউজ চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়, সোনু সুদের বোন মালবিকা সাচার পাঞ্জাবের মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন। গত কয়েক মাস ধরেই মোগা অঞ্চলে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি পাঞ্জাব সরকারের বিভিন্ন অনুষ্ঠানেও মালবিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, বিনোদনশিল্পকে চাঙ্গা করতে তার সরকার দেশের মধ্যে সেরা নীতি সামনে আনবে। এ মুহূর্তে পাঞ্জাব সরকারের কোভিড টিকাকরণ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন সোনু সুদ।

আইনিউজ/এসডিপি 

দীর্ঘ ১০ বছর পুরুষের বেশ ধরে তালেবানদের বোকা বানিয়েছেন যে নারী

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ