Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৪০, ২৮ আগস্ট ২০২১

আহত অভিনেতা জোনায়েদের অস্ত্রোপচার আজ

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনায় আহতদের মধ্যে অভিনেতা জোনায়েদ বোগদাদীর মস্তিষ্কে আজ অস্ত্রোপচার করা হবে।

‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমার পরিচালক মিজানুর রহমান আরিয়ান এক ফেসবুক পোস্টে লেখেন, অভিনেতা জোনায়েদ বোগদাদী মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন কথা বলতে পারছেন। শনিবার তার মাথায় অস্ত্রোপচার করার কথা রয়েছে।

এ দুর্ঘটনায় অপর তিন অভিনেতা শরিফুল রাজের হাতের হাড় ও নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে।  আর খায়রুল বাসারের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।  

গুলশানের এ দুর্ঘটনায় আহত অভিনেতা শরিফুল রাজের বন্ধু নাফিজ মোহাম্মদ ইসমাইলও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাথায় অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যেই শুক্রবার বিকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে গেছেন। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। আহত হন চার শিল্পীসহ পাঁচজন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ