Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৫৬, ২৯ আগস্ট ২০২১

পরীমনিকে বারবার রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আদালতের সামনে পরীমনি।

আদালতের সামনে পরীমনি।

হাইকোর্টের রায় অমান্য করে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ড নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছে একটি মানবাধিকার সংগঠন।

রবিবার (২৯ আগস্ট) সকালে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এই আবেদন করেন।

আবেদনে জামিন নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে রিমান্ড-সংক্রান্ত বেশ কিছু মামলার নজির তুলে ধরা হয়।

এর আগে গত বৃহস্পতিবার পরীমনির জামিন আবেদন শুনানি দ্রুত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর রুল শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এই মামলায় পরীমনিকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ