Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩২, ৩০ আগস্ট ২০২১

অর্থপাচার মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ

অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

জানা গেছে, সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তির বিরুদ্ধে কয়েক কোটি টাকা চাঁদাবাজির মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এনডিটিভিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র জানায়, জ্যাকুলিন মামলার আসামি নন, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় সাক্ষী হিসাবে সোমবার তাকে তলব করা হয়েছে।

গত ২ আগস্ট, তদন্ত সংস্থা চন্দ্রশেখরের চেন্নাইয়ে একটি সমুদ্রপাড়ের বাংলো, নগদ সাড়ে ৮২ লাখ রুপি এবং বারোটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে।

দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে প্রায় দুই’শ কোটি রুপি প্রতারণা এবং চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়েছে।

গত সপ্তাহের অভিযানের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখর এই প্রতারণার মূল পরিকল্পনাকারী। ১৭ বছর বয়সেই তিনি অপরাধ জগতে প্রবেশ করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র খাজাকাম (এআইএডিএমকে) 'আম্মা' দলের সাথে নির্বাচনী কমিটির প্রতীক নিয়ে বিরোধ দেখা দিলে দলের নেতা টিটিভি ধীনাকরণের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে চন্দ্রশেখরের বিরুদ্ধে।

আরও অভিযোগ আছে, দলটির প্রতীক ‘দুই পাতা' পাইয়ে দিতে তিনি ৫০ কোটি রুপির চুক্তি করেছেন।

গ্রেপ্তারের সময় তার কাছে নগদ এক কোটি তিন লাখ রুপি জব্দ করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ