Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪০, ১ সেপ্টেম্বর ২০২১

কারাগারে পরীমনি মেহেদি পেলেন কীভাবে?

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে।

তবে পরীমনির এই মুক্তির খবরে সবথেকে আলোচিত হয়েছে মেহেদিতে তার হাতে লেখা একটি লাইন- ডোন্ট লাভ মি বিচ। অনেকের মনে প্রশ্ন উঠেছে, কারাগারে পরীমনি মেহেদি পেলেন কীভাবে?

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, কারা ক্যান্টিনে খাবারের পাশাপাশি নারীদের সাজসজ্জার বিভিন্ন উপকরণ বিক্রি হয়। শুরু পরীমনিই নয়, অনেক নারী বন্দি ক্যান্টিন থেকেই মেহেদি কিনে হাতে পরতে পারেন। ক্যান্টিন থেকেই পরীমনি মেহেদি কিনে হাতে পরেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পরীমনির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান। এ সময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

পরীমনির মুক্তি ও জামিনের বিষয়ে বিস্তারিত দেখুন আইনিউজের ভিডিওতে-

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়