Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪২, ১ সেপ্টেম্বর ২০২১

আইসিইউতে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

দিলীপ কুমার ও সায়রা বানু

দিলীপ কুমার ও সায়রা বানু

হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, বুধবার হৃদরোগে আক্রান্ত হন সায়রা বানু। চিকিৎসকের পরামর্শ মতোই এদিন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

অভিনেত্রীর এক আত্মীয় সংবাদমাধ্যমে জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। 

গত ৭ জুলাই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তার এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেখান থেকেই শুরু তার শারীরিক অসুস্থতা। 

সায়রা বানু এক সাক্ষাৎকারে বলেছিলেন শুধু জীবনসঙ্গী নয়, তিনি ছিলেন দিলীপ কুমারের ফ্যান। অনেক মেয়েই দিলীপ কুমারকে বিয়ে করতে চাইলেও কিন্তু সুপারস্টারের পছন্দ ছিলেন সায়রা বানু। বিয়ের পর ১৯৭৬ সালে অভিনয় ছেড়ে ঘরকন্যাতেই মনোনিবেশ করেছিলেন তিনি। সেই শুরু তারপর তার পৃথিবী হয়ে উঠেছিলেন দীলিপ কুমার। তাই তার চলে যাওয়া কার্যত শারীরিক প্রভাব ফেলেছে সায়রা বানুর জীবনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ