Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৮, ২ সেপ্টেম্বর ২০২১

হিরো আলমের কাছে যে কারণে ক্ষমা চাইতে হলো শ্যামলকে

ফেসবুক ও ইউটিউবের স্বঘোষিত হিরো, হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন সামাজিক মাধ্যমের বর্তমান আলোচিত নাম হিরো শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান।

‘সি ইউ নট ফর মাইন্ড বাট হ্যাভ অ্যা রিলাক্স, চিল রে মামা চিল’ জাতীয় সংলাপের জেরে কিছুদিন ধরে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল এই শ্যামল। 

ঘটনা হচ্ছে, সম্প্রতি ‘সি ইউ, নট ফর মাইন্ড’ শিরোনামে গান গেয়ে তিনি হইচই ফেলে দেন। এই গানে তিনি সরাসরি হিরো আলমকে তোপ দেগেছিলেন। গানের কথাগুলো ছিল এমন, ‘আমি মাই নেম ইজ শ্যামল। আজ থেকে আমি হিরো শ্যামল। আজকে থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। এই ব্রাদার কাট হিয়ার।’

নেটিজেনদের মন্তব্য, ‘গানে চূড়ান্ত বেসুরো শ্যামল’। কিন্তু নজর কেড়েছিল হিরো আলমকে নিয়ে করা তার ওই উক্তি।

এদিকে নেটদুনিয়ায় এই গান দেখার পর প্রতিক্রিয়া দেন হিরো আলমও। তিনি বলেন, ‘আমি নিজের প্রতিভায় নাম করেছি। দুই বাংলাতেই আমার জনপ্রিয়তা সমান। কেউ গান গাইতেই পারেন। কিন্তু আমার নামে কুকথা বলে, বিকৃত করে গান গাওয়ার মানে কী? আমি দ্রুত হিরো শ্যামলের নামে মামলা করব।’

হিরো আলমের এই হুঁশিয়ারি আগুনের মতো ছড়িয়ে পড়ে। তাতেই বোধহয় ভয় পেয়ে গেছেন স্বভাবে সহজসরল শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমি যে কাজ করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। আসলে এই ধরনের বিতর্ক তৈরি হবে আমি তা বুঝতে পারিনি।’

হিরো আলমকে উদ্দেশ্য করে শ্যামল বলেন, ‘আপনার সঙ্গে সরাসরি আমার কখনও দেখা হয়নি। আমাকে চাপ দিয়ে এই কাজ করানো হয়েছে। আমাকে ব্যবহার করে অনেকে লাভ করছে। আপনারা জানেন আমি দরিদ্র পরিবারের ছেলে। আমাকে ক্ষমা করে দিন।’

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ