Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২১

কলকাতার সবচেয়ে সুদর্শন নায়ক যশ: রোহিত রায়

যশ দাশগুপ্ত ও রোহিত রায়

যশ দাশগুপ্ত ও রোহিত রায়

টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত।এরপর সিনেমায় এসে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। যদিও নায়ক হিসেবে তার সাফল্য নেই বললেই চলে। বর্তমানে অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সম্পর্কের সুবাদে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। 

এদিকে যশকে কলকাতার সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে মনে করেন অভিনেতা রোহিত রায়। 

সম্প্রতি সাদা টি-শার্ট, ব্লু ডেনিম জ্যাকেট আর সানগ্লাস পরে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন যশ। ওই ছবির কমেন্ট বক্সেই হাজির রোহিত রায়।। তিনি মন্তব্য করলেন, ‘অবশ্যই তুমি এই সময়ে কলকাতার সবচেয়ে সুদর্শন নায়ক’।

রোহিত রায়ের এই মন্তব্যের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন যশ। এরপর আবারও মন্তব্য করেন রোহিত। বলেন, ‘আমি লিখতে চেয়েছিলাম পুরো দেশে তুমি সবচেয়ে সুদর্শন। কিন্তু তারপর ভাবলাম, আমার বলিউডের বন্ধুরা অসন্তুষ্ট হতে পারে। ভাল থেকো।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ