Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:১১, ৪ সেপ্টেম্বর ২০২১

রাজ রিপাকে নিজের সোনার পায়েল উপহার দিলেন পরীমনি

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গ্রেফতারের পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা তার মুক্তি চেয়ে আন্দোলন করেছেন। সেই তালিকায় ছিলেন চিত্রনায়িকা রাজ রিপাও। শাহবাগে পরীমনির মুক্তির দাবিতে কণ্ঠ সোচ্চার করেছিলেন। 

সম্প্রতি রাজ রিপা পরীমনির সঙ্গে দেখা করতে যান। সেই সময় রাজ রিপাকে উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরী। ভালোবাসার প্রতিদানস্বরূপ উপহার দিয়েছেন সোনার পায়েল। রাজ রিপা নিজের ফেসবুকে এমনটাই জানিয়েছেন। প্রকাশ করেছেন ছবি।

রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকেও ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “এভাবে ছোট বোন বলে ডাকলা পরীমনি আপি। তাহলে আমার বড় বোন ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।

ভালোবাসি আপু I Love You. যাই হোক, ফাইটার গার্ল নতুন জীবনের জন্য শুভকামনা ঝড়-ঝাপটা কখনোই প্রকৃতিকে দমাতে পারে নাহ, কিছু সময় থেমে যাওয়া প্রকৃতি আবারও নিজস্ব গতিতেই চলে।

আবারো বলছি সাবাস। সাহসও হার মানতে বাধ্য, সাহসের তুলনা করে তোমায় ছোট করলাম না আপু, আজীবন এভাবেই থাকো।”

গত ৪ আগস্ট পরীমনিকে তার বাসা থেকে আটক করে র‌্যাব। এরপর মাদক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। টানা ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার জামিন পেয়ে এরপরদিন মুক্ত হলেন পরীমনি।

উল্লেখ্য, রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ