Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২১

এবার ‘মানিকে মাগে হিতে’ গাইলেন হিরো আলম (ভিডিও)

শ্রীলঙ্কার র‌্যাপার ইয়োহানি ও হিরো আলম

শ্রীলঙ্কার র‌্যাপার ইয়োহানি ও হিরো আলম

সম্প্রতি শ্রীলঙ্কার র‌্যাপার ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি ভাইরাল হয়েছে। গানটি বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পী কাভার করেছেন। এবার এই গানটি গাইলেন বাংলাদেশের হিরো আলম।

শনিবার গানটি হিরো আলম তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। প্রকাশের পর থেকে কমেন্ট বক্সে মন্তব্যের যেন ঝড় বইছে। বেশিরভাগই নেতিবাচক মন্তব্য, ট্রল করা হচ্ছে হিরো আলমকে। যেমন একজন লিখেছেন, 'এই গান শুনলে অসুস্থ রোগীরা ও সুস্থ হইয়া যাইবো।' আরেকজন লিখেছেন, 'বাংলাদেশের বেস্ট গায়ক হিরো আলম, সব গান গাইতে পারেন।'

গানর প্রথম অন্তরা গাওয়ার পর পরে বাংলাদেশের বিখ্যাত গান, 'তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া' গানের প্রথম অন্তরা গেয়েছেন হিরো আলম।

হিরো আলম বলেন, 'বেশ কয়েকদিন ধরে আমি নিজেও মানিকে মাগে হিতে গানটি শুধু শুনে আসছি। শুনতে শুনতে গানটির প্রথম কয়েক লাইন মুখস্থ হয়ে গেছে আমার। দেখলাম গানটি অনেকেই কাভার করছে। তাই ভালো লাগা থেকে আমিও গানটি কাভার করলাম।'

কিন্তু গানটি তো কেউ ভালোভাবে গ্রহণ করছেন না। কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য আসছে! এ বিষয়ে আলম বলেন, 'মানুষ আমার কাজ দেখে, বিনোদন নেয় আবার গালিও দেয়। তারা আমাকে ভালোবাসে আবার অপছন্দও করে। এসবই আমার শক্তি। আমি আমার সাধ্যমতো ভালো গাওয়ার চেষ্টা করে যাচ্ছি।'

শ্রীলঙ্কার র‌্যাপার ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে' গানটি কয়েক সপ্তাহ ধরে ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাল। গানটি এত দিনে শোনেন নি- এমন লোক কম। তবে গানটির অর্থ জানেন না অনেকেই, যদিও তারা গানটির ভিডিওতে মজেছেন, শেয়ার করছেন নিজের ওয়ালে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ