Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমনি

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় এক মাস পর গত ৩১ আগস্ট জামিন পেয়েছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বন্দি ছিলেন।

কিন্তু জামিন পেয়েও যেন পরীমনির শান্তি নেই। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে ফিরেই নায়িকা নোটিশের মাধ্যমে জানতে পারেন, বনানীর যে ফ্ল্যাটে তিনি ভাড়া থাকেন, সেটি তাকে ছাড়তে হবে। যদিও এ জন্য তাকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

এই ঘটনায় সেদিনই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ উগরে দেন পরীমনি। এবার বাসা ছাড়ার নোটিশ দেওয়া, তাকে গ্রেপ্তার, জেলে পাঠানো, বারবার রিমান্ডে নেওয়াসহ নানা ভাবে হেনস্থার কারণে এবার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমনি লিখেছেন,

‘বঙ্গবন্ধু কন্যা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করে র‍্যাব। পরেরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলায় পরে নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর মাদক মামলার তদন্তের জন্য প্রথম দফায় পরীমনিকে চার দিনের রিমান্ড নেওয়া হয়। সেই রিমান্ডের মেয়াদ শেষে গত ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তীতে আরও দুই দফায় মোট তিন দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে।

অন্যদিকে, বারবার জামিনের আবেদন করেও ফল পাননি নায়িকা। অবশেষে গ্রেপ্তারের ২৭ দিন পর গত ৩১ আগস্ট তাকে জামিন দেন আদালত। 

আইনিউজ/এসডি

পরীমনিকে বাসা থেকে বের করে দিচ্ছেন বাড়িওয়ালা?

‘ডোন্ট লাভ মি বিচ’- কার উদ্দেশ্যে পরীমনির এমন বার্তা?

পরীর বেশে জেল থেকে বেরিয়ে আসলেন পরীমনি

জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি, কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কবে?

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ