Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০২১

গণেশ পূজা করে সমালোচনার শিকার সাইফ আলী খান

বংশগতভাবে ইসলাম ধর্মের অনুসারী সাইফ আলী খান। বিয়ে করেছেন অন্য ধর্মের নারী অর্থাৎ কারিনা কাপুরকে। এজন্য সমালোচনা আর নিন্দা সহ্য করতে হয়। এবার বাড়িতে গণেশ পূজা করে সমালোচনার শিকার হলেন বলিউডের নবাব।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব গণেশ চতুর্থী। বিশেষ এই দিনে প্রতি বছরই তারকাদের বাড়িতে উৎসবের আয়োজন দেখা যায়।

বাদ যায়নি নবাব পরিবারও। সাইফের বাড়িতেও অনুষ্ঠিত হয়েছেন গণেশ চতুর্থী। এতে অংশ নিয়েছেন সাইফ নিজেও। হাত জোড় করে পূজা সম্পন্ন করেছেন এই তারকা। আর এজন্যই নেটিজেনদের কটাক্ষের তীর ছুটে আসছে তার দিকে। 

কেউ বলছেন, ‘আরে মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ কেউ বা আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘নবাব হয়েও গণেশ পূজা করছেন?’ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘দেখুন, এবার মৌলবাদীরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া জারি করল বলে!’

পূজা দেয়ার সময়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কারিনা কাপুর। এতে দেখা যায়, তিনি সাইফ এবং তাদের পুত্র তৈমুর আলী খান একসঙ্গে পূজা দিচ্ছেন। তবে তাদের পরিবারের কনিষ্ঠতম সদস্য জেহকে দেখা যায়নি ছবিতে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ