Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০০:০৭, ১২ সেপ্টেম্বর ২০২১

বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

অঙ্কিতা লোখান্ডে

অঙ্কিতা লোখান্ডে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। প্রেমিক ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরে সুশান্তর সঙ্গে প্রেমে জড়িয়ে যান তিনি।

অঙ্কিতার বিয়ের খবর ফাঁস করেছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর নিয়ে এর আগেও গুঞ্জন উঠেছিল। 

‘পবিত্র রিশতা ২.০’ শুরু হতে চলেছে। ৭ বছর পরে ফিরতে চলেছে সেই জনপ্রিয় ধারাবাহিক, যেখানে অভিনয়ের পরেই খ্যাতির মুখ দেখেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। সুশান্তের পরিবর্তে এ বার ‘মানব’ হিসেবে অভিনয় করছেন শাহির।

প্রেমিক ভিকি জৈনের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে

সেই ধারাবাহিক উপলক্ষে এক সাক্ষাৎকার দিতে গিয়েই শাহির বলেছেন, ‘‘ধারাবাহিক ‌শেষ হয়ে গেলে অঙ্কিতা বিয়ে করবেন ভিকিকে।’’ 

অঙ্কিতা যদিও সঙ্গে সঙ্গেই তা অস্বীকার করেন। শাহিরকে চুপ করিয়ে দিয়ে অঙ্কিতা বলেছেন, ‘‘সে রকম কোনও পরিকল্পনা নেই। আমি এখনই নতুন কিছু করছি না। তবে আগামী ফেব্রুয়ারি নাগাদ নতুন একটি পরিকল্পনা রয়েছে।’’

গত মে মাসে আর একটি সাক্ষাৎকারে ভিকির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, তিন বছরের প্রেমিকের সঙ্গে বিয়ে করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার 

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ