Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২১

বিগবসে উপস্থাপনার জন্য সালমান চাইলেন ৩৫০ কোটি টাকা

সালমান খান

সালমান খান

শিগগিরই শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগবস’ এর ১৫তম আসর। যাতে উপস্থাপনা করবেন বলিউড ভাইজান সালমান খান। এরইমধ্যে প্রকাশ হয়েছে এই শোয়ের দুটি প্রোমো।

জানা গেছে, শোয়ের উপস্থাপনার জন্য ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন এই বলিউড সুপারস্টার। অবশ্য পারিশ্রমিক বাড়ানোর কথা গত সিজনেই তিনি জানিয়েছিলেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কত টাকার বিনিময়ে শোটির উপস্থাপনা করেন সালমান।

শনিবার (১৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে ‘ওটিটি বিগবস’। যার চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা আগারওয়াল। প্রথম রানার আপ নিশান্ত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন শমিতা শেঠি। শো'টির উপস্থাপক করেন বলিউড প্রখ্যাত নির্মাতা করণ জোহর। 

সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘রাধে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল গত মে মাসে। বর্তমানে তুরস্কে ‘টাইগার-৩’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সালমান। এর আগে গত মাসে রাশিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া সামনে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এবং ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে তাকে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ