Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০৫, ২০ সেপ্টেম্বর ২০২১

রহমান নয়, এখন থেকে তিনি ‘ইভা আরমান’

দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা ইভা। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নতুন ঘর বাঁধলেন তিনি। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। আর এই বিয়ের পরই নিজের পুরনো পদবি মুছে ফেলেছেন। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি।

গণমাধ্যমের কাছে ইভা বলেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

নতুন স্বামী সোহেল আরমানের সাথে ইভা 

ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। এরপর গত ১৭ সেপ্টেম্বর হাতে পান বিচ্ছেদের সার্টিফিকেট। তখনই তিনি নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামে ‘রহমান’ শব্দটি নেই। আছে ‘আরমান’ পদবি।

জানা গেছে, ইভার নতুন স্বামী সোহেল আরমান ঢাকার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

প্রাক্তন স্বামী মাহফুজুর রহমানের সাথে ইভা 

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি পান ইভা। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ