Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২১

প্রেমিকসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

ঈশ্বরী দেশপাণ্ডে

ঈশ্বরী দেশপাণ্ডে

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক শুভম দাদগের। সোমবার (২০ সেপ্টেম্বর) ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আগামী মাসে শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরীর। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) দুজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। সেখান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি একটি গাছে সজোরে ধাক্কা খায়। এরপর রাস্তার ধারের খাদে পড়ে পানিতে ডুবে যায়। গাড়িটি সেন্ট্রাল লকড ছিল বিধায় তারা বের হতে পারেননি। ঈশ্বরী ও শুভমের নাকে–মুখে পানি ঢুকে পড়ে। পুলিশ আর স্থানীয় লোকেরা তাদের গাড়ি থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।

মরদেহ উদ্ধারের পর ঈশ্বরী ও শুভমের হাতে রিস্টব্যান্ড পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয়, দুর্ঘটনার রাতে তারা কোনো ক্লাবে গিয়েছিলেন। তবে গাড়ির স্টিয়ারিং কার হাতে ছিল, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঈশ্বরী ও শুভমের মৃত্যুর খবর এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের আত্মীয়স্বজনরা। কান্নায় ভেঙে পড়ছেন দুজনের পরিবার। হাসিখুশি মুখ নিয়ে যে ছেলে-মেয়ে গোয়া বেড়াতে গিয়েছিল, তাদের মরদেহ ঘরে ফিরবে এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি তারা।

উল্লেখ্য, সদ্যই বেশ কিছু হিন্দি ও মরাঠি প্রোজেক্টের শ্যুটিং শেষ করেছিলেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ ছবির সঙ্গে বড় পর্দায় ডেবিউ করবার কথা ছিল এই অভিনেত্রীর।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ