Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২১

মিশরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত, না ফেরার দেশে তরুণ অভিনেতা

জাগনুর আনেজা

জাগনুর আনেজা

কিছুদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এবার তার মতো আরও এক তরুণ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অভিনেতার নাম জাগনুর আনেজা। জাগনুরের বয়সও হয়েছিল ৪০ বছর। মিশরে ঘুরতে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। 

এমটিভি লাভ স্কুল’-এ অংশ নিয়ে পরিচিতি পান জাগনুর। এরপর ধীরে ধীরে তার কর্মপরিধি বাড়ে। ওই আয়োজনে মডেল-অভিনেত্রী মণিকার সঙ্গে সম্পর্ক হয় তার। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

সংশ্লিষ্ট খবর: বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, জানুন লক্ষণ

সম্প্রতি মিশরে ঘুরতে গিয়েছেন জাগনুর। সেখান থেকে ভিডিও করে ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন। কিন্তু হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। তার এই আকস্মিক মৃত্যুতে অনুসারীদের পাশাপাশি তারকারাও হতভম্ব।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, দিয়া মির্জাসহ অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল জাগনুরের। এছাড়া রিয়্যালিটি শো জগতের অনেকেই তার বন্ধু। হঠাৎ তার মৃত্যু তাই মেনে নিতে পারছেন না কেউই।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ