Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২১

আইনি জটিলতায় ‘দ্য কপিল শর্মা শো’

জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। ভারত তো বটেই, এ উপমহাদেশেরও বেশ কয়টি দেশে তুমুল জনপ্রিয় কপিল শর্মার উপস্থাপনার এই শোটি। সম্প্রতি শো'টির নতুন সিজনের শুরুতে বিপাকে পড়তে হচ্ছে নির্মাতাদের। 

জানা গেছে, অনুষ্ঠানে একটি পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ্যপান করার দৃশ্য দেখানো হয়। আদালত অবমাননার অভিযোগে এ অনুষ্ঠানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

শিবপুরীর যে আইনজীবী এফআইআর দায়ের করেছেন তিনি বলেন, দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানটি বেশ অগোছালো। এখানে নারীদের নিয়েও অশ্লীল মন্তব্য করা হয়। একটি পর্বে আদালতের দৃশ্যে অভিনেতাদের মদ্যপান করতে দেখা যায়। এ ধরনের ক্রিয়াকলাপ বন্ধ হওয়া উচিত।

বিতর্কে উঠে আসা পর্বটি ২০২০ সালের ১৯ জানুয়ারি সম্প্রচারিত হয়। এরপর আবার চলতি বছরের ১৪ এপ্রিল সেই পর্বটি টেলিভিশনে দেখানো হয়। এই ধরনের দৃশ্যের মাধ্যমে আদালতকে অসম্মান করা হয়েছে বলে মনে করছেন সেই আইনজীবী। ১ অক্টোবর এ মামলার শুনানি হবে।

‘দ্য কপিল শর্মা শো’-তে কপিল ছাড়াও সুমনা চক্রবর্তী, কিক্কু শারদা, ভারতী সিংহ, অর্চনা পূরণ সিংহের মতো তারকাদের দেখা যায়। বলিউডের বড় বড় সব অভিনেতা আসেন কপিলের অতিথি হয়ে। কিন্তু সাত মাস পর আগস্ট থেকে অনুষ্ঠান শুরু হতেই আইনি বিপাকে পড়লেন নির্মাতারা।

আইনিউজ/এসডিপি  

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ